বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রায়ের মহল কলেজে ছায়াবৃক্ষের দেশি জাতের বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীতে ছায়াবৃক্ষের উদ্যগে গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল এগারটায় খুলনা নগরীর রায়ের মহল (অনার্স) কলেজ প্রাঙ্গণে বিলুপ্তপ্রায় ফলজ গাছের চারা রোপণ করা হয়। ছায়াবৃক্ষের আয়োজনে এবং আরসিসি বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় দেশি জাতের এ সকল চারা রোপন করা হয়।

বিদেশি এবং হাইব্রিড জাতের গাছের আগ্রাসনে বিলুপ্তপ্রায় দেশি জাতের ফলজ গাছ। দেশি গাছ সংরক্ষণ এর পাশাপাশি অক্সিজেন এবং পুষ্টির চাহিদা পূরণ এবং পরবর্তী প্রজন্মের কাছে পরিচয় ঘটানোর লক্ষ্যে কাজ করছে ছায়াবৃক্ষ নামের সংগঠন। সংগঠনটি খুলনা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিগত বছরগুলোর ন্যায় এ বছরও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সৈয়দ শহীদুজ্জামান রিপন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবাহান, সোহেল রহিম, মুন্সির মামুন, মারুফ হোসেন রাব্বি প্রমূখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন