অনৈতিক কাজের সাথে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) খুলনা মহানগর ও দৌলতপুর থানা আওয়ামী লীগের যৌথ সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। সংগঠনের কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ প্রস্তাবিত কমিটিকে নির্দেশ প্রদান করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বন্দ। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই