আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধকৃত জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল চালু , বকেয়া পাওনা পরিশোধ, সম কাজে সম মজুরি প্রদানসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকাল ৪ টায় আটরা শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ের সামনে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আঃ রশিদ, মোঃ আলা, হাছান, আতাউর, বাবুল প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় বয়রাস্থ খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের সাথে মতবিনিময়, ২২ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪ টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে ফেডারেশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা, ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিল গেটের সামনে মানববন্ধন, ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শ্রমিকদের ৬ দফা দাবি পূরণ না হলে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম