‘সব লোকে কয় লালন কী জাত সংসারে, লালন বলে জাতের কী রুপ দেখলাম না এই সংসারে’ মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবিসহ আধ্যত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের বিখ্যাত নানান লোকসংগীতের মধ্য দিয়ে গানে গানে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অনুষ্ঠিত হয়েছে লালন সংগীত সন্ধ্যা।
মঙ্গলবার রাতে এই মরমী সাধকের জন্মভূমি উপজেলার হরিশপুর গ্রামের লালন একাডেমি প্রাঙ্গণে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। জেলা লালন একাডেমি এই অনুষ্ঠানের আয়োজনে করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত লালন ভক্ত ও তার অনুসারী সাধুরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, এসিল্যান্ড সেলিম আহম্মেদ, ওসি আব্দুর রহিম মোল্লা, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন, লালন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, গোলাম মোস্তফা, কবি ও সাহিত্যিক সুমন শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, আধ্যাত্মিক এই সাধকের জন্মভূমি প্রাঙ্গণে দ্রুত একাডেমিক ভবন নির্মাণসহ তার স্মৃতি রক্ষায় সবধরণের ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে লালন কন্যা খ্যাত সংগীত শিল্পী বিনা, বেবি নদিয়া, ঝর্ণা, আরজু শাহ, সুলতান ফকির, জাফিরুলসহ স্থানীয় শিল্পীরা লালন সংগীত পরিবেশন করে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন।
খুলনা গেজেট/এনএম