রামপালে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে বসত বাড়ি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের আঘাতে এক গৃহবধূসহ ২ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি এজাহার দাখিল হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র আলহাজ্ব শেখ নূর মোহাম্মদের বাড়িতে পার্শ্ববর্তী মুরারি মোহন পাল, সৌরভ পাল, মনোজিৎ পাল, বাগেরহাট সদরের সায়েড়া গ্রামের আজিজুল, সাগর, তরিকুল ও ঝর্ণাসহ ৪/৫ জন্য অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা করে। এ সময় বাঁধা দিলে গৃহবধূ লিপিয়া খাতুন (৪০) ও শহিদুল ইসলাম কালাই ( ৫৫) গুরুতর আহত হন। আহত কালাই কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসীরা ওই সময় ঘর ভাংচুর করে, বাড়ির সদস্যদের মারপিট করে আহত করে দেড় লাখ নগদ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যার মূল্য প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা। ওই সময় গ্রামবাসী বহিরাগত ৪ সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আসামীদের ধরার জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
খুলনা গেজেট/ এস আই