বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা রবিবার রাতে খুলনার হোটেল ক্যাসল সালাম-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগার। সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ) এর পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, ডাঃ এস এম শামসুল আহসান মাসুম, অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু, অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, অধ্যাপক এম আবুল বাশার মোল্লা, প্রফেসর ড. সোবহান মিয়া, মোঃ নাসির উদ্দিন হালদার, মোঃ হাদিউজ্জামান, ডাঃ নুরুল হুদা জনি, হালিমা ইসলাম, অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ দীপঙ্কর নাগ, মোঃ শফিক উদ্দিন, প্রতাপ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ এজাজ মামুন, শেখ লুৎফুন নাহার পলাশী, আফরোজা খানম বীথি, ডাঃ নিরুপম মন্ডল, প্রকৌশলী জিএম মাহফুজুর রহমান, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, ড.রমেশ্বর দেবনাথ, ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ মোঃ নিয়াজ মোস্তাফি চৌধুরী প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণসহ সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. এস এ মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ ব ম ফারুককে অভিনন্দন জানানো হয়।