জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলীয় এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।
তারা বলেছেন, ‘টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ রক্ষণাবেক্ষনের জন্য জরুরি তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে।’
মঙ্গলবার বিকেলে কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্ত্বরে নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি তুলে ধরা হয়।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশিদুজ্জামান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম খোকন, অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডল, সরদার মোজাফ্ফর হোসেন, আব্দুল মজিদ, বিদ্যুৎ বিশ্বাস, প্রভাত দেবনাথ, অধ্যক্ষ মো. শিমুল বিল্লাহ বাপ্পি, মঈনুদ্দিন হাজরা, জগদীশ চন্দ্র দে, প্রদীপ দত্ত, কিনু পাল, রবীন মণ্ডল প্রমূখ।
খুলনা গেজেট/এনএম