বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেদয়ান উল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাগ্রাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের কুলিয়া দাইড় নামক স্থানে পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
নিহত রেদয়ান উল ইসলাম রিদু বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে অত্যন্ত বিনয়ী ও প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ক্লাবে সুনামের সাথে ক্রিকেট খেলেছেন রিদু। খেলা থেকে অবসর নেওয়ার পরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে ডিপার্টমেন্টাল দোকান দিয়েছিলেন। সেই দোকানের মালামাল ক্রয় করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খাদে পড়ে রয়েছে। আমরা ট্রাকটিকে জব্দ করার ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।
বাগেরহাট জেলা ক্রিকেট দলের কোচ শংকর পাল বলেন, সকালে মটর সাইকেল দুর্ঘটনায় রিদু মারা গেছেন। বাগেরহাট ক্রিকেটার্স ক্লাব ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবে ১ম বিভাগ ক্রিকেট লীগে রিদু খেলোয়াড় ছিল।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার রিদু অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড়। তার মুত্যৃতে বাগেরহাট জেলা ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
তার মৃত্যুতে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানসহ সকলে রিদুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম