বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ভৈরব সেতুর কাজ তদারকির জন্য কনসালটেন্ট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

খুলনাবাসীর বহু প্রতীক্ষিত ভৈরব সেতুর কাজ তদারকির জন্য কনসালটেন্ট নিয়োগ দেয়া হয়েছে। সাম্প্রতি সেতু বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর সাথে ইঞ্জিনিয়ারিং এন্ড প্লানিং কনসালটেন্ট লিঃ ডিলাইট ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্ট লিঃ নামক একটি ফার্মের ৫ কোটি ১৯ লক্ষ ৬২ হাজার ৫০ টাকার চুক্তিহয়েছে। সওজ এর পক্ষে প্লানিং এন্ড মেইনটেইনেন্স খুলনা জোনের এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার (আর এইচ ডি) সৈয়দ আসলাম আলী চুক্তিতে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর চীফ ইঞ্জিনিয়ার যা অনুমোদন করেছেন।

এর আগে ২৫ জুলাই এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার উক্ত কনসালটেন্ট ফার্মের মেমো নং ১৭৩৯ তাং ২৯/১২/২০২০ বরাত দিয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড প্লানিং কনসালটেন্ট লিঃ ডিলাইট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিঃ ৭/৪ ব্লক নং এ, লালমাটিয়া ঢাকা- ১২০৭ বরাবর লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ভৈরব নদীর উপর সেতু নির্মাণের জন্য দিঘলিয়া (রেলিগেট) আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) ১ম কিলোমিটার ভৈরব নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের জন্য ১০ ফেব্রুয়ারী পাঠানো প্রস্তাবনা অনুমোদন হয়েছে।

গত ২৪ মে ভৈরব সেতুর পূর্ব পাশে ২৫ নং পিলারের টেস্ট পাইলিংয়ের মাধ্যমে কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাশন লিঃ (করিম গ্রুপ)।

২০১৯ সালের ১৭ ডিসেম্বর ‘ভৈরব সেতু’নামে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ভৈরব সেতুর মোট দৈর্ঘ্য ১ দশমিক ৩১৬ কিলোমিটার। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ ২ বছর। অর্থাৎ ২০২২ সালের ২৫ নভেম্বরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করার কথা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন