খুলনার কয়রায় বজ্রাঘাতে হাসেম সরদার (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালিকাপুর গ্রামের বাসিন্দা।
নিহতের প্রতিবেশি কালিকাপুর গ্রামের মিন্টু বলেন, হাসেম সরদার কালিকাপুর বিলে ধানের চারা রোপণের কাজ করছিল। এ সময় বৃষ্টির সাথে বিদ্যুৎ প্রচুর চমকাচ্ছিল। দুপুর সাড়ে তিনটার দিকে বজ্রঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/ টি আই