খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর সোনাডাঙ্গা থানার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে দলের প্রত্যেককে একাত্ম হয়ে কাজ করতে হবে। মুখে মুজিব অন্তরে চাতুরতা সেটি করতে দেয়া হবে না। যারাই শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সমালোচনা করবে তাদের রাজনীতি থেকে চির বিদায় করে দিতে হবে। শেখ হাসিনার উন্নয়নের হাতকে যারা শক্তিশালী করবে তারাই আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে স্থান পাবে। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।
এসময় সভায় উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ জাহিদুল হক, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদ হোসেন, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ১৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, মোঃ আমির হোসেন, মোঃ মোক্তার হোসেন, মোঃ রুহুল আমিন খান, তোতা মিয়া ব্যাপারী, মেহেজাবিন খান, মামুনরা জাকির খুকুমনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ২৫ ও ২৬ নং ওয়ার্ডের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ এস আই