খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল : প্রতিমন্ত্রী

মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত খুলনা জেলার অনুদানপ্রাপ্ত ১২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২০২০-২১ অর্থবছরের অনুদানের চেক বিতরণ আজ (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনলাইনে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-উন্নয়ন ও নারীদের সমঅধিকার নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলছে। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। তিনি আরও বলেন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রশংসিত হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থানমূলক কাজে অন্তর্ভূক্ত করা হচ্ছে। এর ফলে নারীর দারিদ্র হ্রাস পেয়ে ক্ষমতায়নের পথ সুগম হচ্ছে। সরকার পর্যায়ক্রমে নিবন্ধনকৃত সকল স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান দিয়ে যাচ্ছে। এই অর্থ সঠিক পথে ব্যয় করা পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

অনলাইনে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। এসময় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনাসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা জেলার ১২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের মাঝে মোট চার লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য, সারাদেশে ৬৪টি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে আজ প্রায় ১২ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!