সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে গৃহবধুর আত্মহত্যা

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর শিরোমণিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধু আত্মহত্যা করেছে ।  ১৮ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উত্তর পাড়ার মোঃ সোহাগ হোসেনের স্ত্রী রেবেকা বেগম (২২)  নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ।

রেবেকার স্বামী সোহাগ জানায়,  সকালে বাড়ির থেকে বেরিয়ে পাশ্বের বাড়িতে যায়, সেখান থেকে সে বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ, দরজার সিদ্র দিয়ে দেখে তার স্ত্রী ঘরের আড়ার সাথে ঝুলছে।

এ ঘটনায় দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ বায়জিত ইবনে আকবর ও খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

 

খুলনা গেজেট / নাফি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন