মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই রবীন্দ্রকে ফেরালেন নাসুম

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জেতার হাতছানি, কিউইদের জন্য সিরিজ বাঁচানোর।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ইনিংসে বোলিং শুরু করেন স্পিনার নাসুম আহমেদ। চতুর্থ বলেই রচিন রবীন্দ্রকে (৫ বলে ০) ক্যাচে পরিণত করেন তিনি। ক্যাচটি নেন সাইফউদ্দিন। নিউজিল্যান্ড রানের খাতা খোলার আগেই উইকেট হারাল। প্রথম ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারালেও কোনো রান তুলতে পারেনি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন