ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের টাইটেল স্পন্সর হিসাবে থাকছে ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন। ২২২ কোটি রুপিতে স্পন্সরশিপ কিনে নিয়েছে এই অনলাইন গেমিং সংস্থা। এ বছরের ১৮ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে তাঁদের।
আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন। নিলামে টাটা, বাইজুস ও উনাক্যাডেমিকে পেছনে ফেলেছে ড্রিম ইলেভেন। স্পরসরশিপের এই দৌড়ে উনাক্যাডেমি বিড করেছিল ১৭১ কোটি রুপি। বাইজুস দর হাঁকিয়েছিল ২০১ কোটি রুপি।
আইপিএল থেকে চিনা কোম্পানি ভিভো সরে যাওয়ায় টাইটেল স্পন্সরশিপ নিয়ে বিপাকে ছিল ভারতের ক্রিকেট কন্ট্রোল ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘর্ষের কারণে মৌসুম শুরুর ৪৫ দিন আগে চীনা কোম্পানি ভিভোকে সরে যেতে হয়।
বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী দলগুলো কেন্দ্রীয় চুক্তি (ব্রডকাস্ট, টাইটেল ও অন্যান্য স্পন্সর) থেকে পাওয়া অর্থের ৫০ শতাংশ অর্থ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর অর্থ হল এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে ২২২ কোটি রুপির অর্ধেক ১১১ কোটি রুপি সমান ভাবে বন্টন করবে বিসিসিআই।
করোনাভাইরাসের কারণে দর্শক শুন্য স্টেডিয়ামে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। খেলা হবে মোট তিন ভেন্যুতে- শারজাহ, আবুধাবি ও দুবাই।
খুলনা গেজেট/এএমআর