প্রথম ওভারে ভালো কিছুর ইঙ্গিতই দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি তারা। ১১ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে তারা। রান তুলেছে ৬২টি। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন টম ল্যাথাম। তাঁকে ফিরিয়েছেন মেহেদী হাসান।
এর আগে শততম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বল হাতে নিয়ে ফিরিয়েছেন রচিন রবীন্দ্রকে। মাহমুদউল্লাহর বলে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন রবীন্দ্র। ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে এগিয়ে এসে মিডউইকেট অঞ্চলে হাঁকিয়েছিলেন; বল ব্যাট মিস করে আঘাত হানে লেগ স্টাম্পে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ২০ রান।
সপ্তম ওভারে আক্রমণে এসে জোড়া আঘাত হানে বাংলাদেশের পেসার সাইফউদ্দিন। তুলে নেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান উইল ইয়াং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। দুজনই হয়েছেন এলবিডব্লু।
সাইফউদ্দিনের লেন্থ বলে পরাস্ত হন উইল ইয়ং। অফ ও মিডল স্ট্যাম্পের মাঝের বল ব্যাট মিস হয়ে লাগে পায়ে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেয় নিউ জিল্যান্ড। তবুও বাঁচতে পারেননি ইয়ং।
ষষ্ঠ বলে এলবিডব্লিউ করে ফেরান গ্র্যান্ডহোমকেও। রিভিউ নিয়েছিল কিউইরা। তবে তাদের পক্ষে যায়নি। এক ওভারেই দুই উইকেটের সঙ্গে দুটি রিভিউ হারায় সফরকারীরা। ইয়ং ২০ বলে ২০ রান করলেও গ্র্যান্ডহোম রানের খাতা খুলতে পারেননি।
করোনা পজিটিভ হওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ফিন অ্যালেন। তৃতীয় টি–টোয়েন্টিতে ওপেন করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন কিউই ব্যাটসম্যান। প্রথম ওভারে ভালো শুরু করে সেই আশার প্রতিদান দেওয়ার ইঙ্গিতই দিয়েছিলেন অ্যালেন।
টাইগার অধিনায়ক তৃতীয় ওভারের দায়িত্ব তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে। মোস্তাফিজের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। ১৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে মিড অনে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
রোববার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।