প্রথম দুটিতে দারুণভাবে জিতে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে টগবগ করছে টাইগাররা। এ অবস্থায় রোববার (৫ সেপ্টেম্বর) তৃতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে তারা।
এ যাত্রায় ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতবে স্বাগতিকরা। এ ছাড়া আরও দুটি মাইলফলকের সামনে তারা।
খেলতে নামলেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে এ মাইলস্টোন স্পর্শ করবেন তিনি।
গত ম্যাচে হার না মানা ৩৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহমুদউল্লাহ। এতে টি-টোয়েন্টিতে সতীর্থ ড্যাশিং ওপেনার তামিম ইকবালের রান টপকে যান তিনি। এ সংস্করণে তামিম করেছেন ১৭০১ রান। এখন মাহমুদউল্লাহর রান ১৭০২। ১৭৫৫ রান নিয়ে সবার ওপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মাহমুদউল্লাহর সঙ্গে অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিবও। আর ২ উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ শিকারী হবেন তিনি। বর্তমানে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী শ্রীলংকার লাসিথ মালিঙ্গা।
কাঙ্ক্ষিত ২ উইকেট সাকিবকে আরেক উচ্চতায় বসাবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ শিকার পূর্ণ হবে তার। এতে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ১২ হাজার রান এবং ৬০০ উইকেট শিকারী হবেন দেশসেরা ক্রিকেটার।
ইতোমধ্যে দল হিসেবে অসাধারণ অর্জন পেয়েছে বাংলাদেশ। সবশেষ ১০ ম্যাচের আটটিতেই জয়ের স্বাদ পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এ নিয়ে ১ বছরে সর্বোচ্চ জয়ের নজির গড়ে তারা।
এছাড়া টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচও জয়ে চোখ টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।