নগরীতে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে নওচিকা পূরবী (৩২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) পূর্ব বানিয়খোমার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, শনিবার সন্ধ্যার আগে সাড়ে ৫টার দিকে গৃহবধূ নওচিকা পূরবী বাড়ির ছাদে থেকে পড়ে যায়। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌছান। ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করেন। তবে রাত ১০ টার দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের সাড়ে তিন বছরের এক ছেলে রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহতের স্বামী চৌধুরী আলিমুল রাজি ফ্রি ল্যান্সারের কাজ করেন। নিহত পূরবী পূর্ব বানিয়াখামার তৃতীয় গলির মাসুদুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।