বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার সিনিয়র নেতৃবৃন্দ শনিবার সকাল সাড়ে ৮টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। দীর্ঘ চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে খুলনায় ফিরে মেয়র মহোদয় সীমিত পরিসরে হলেও দাপ্তরিক ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখায় সমিতির নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট শোকরানা আদায় করেন এবং তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময়ে কেসিসি মেয়র সমিতির নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান সরকারের আমলে খুলনা মহানগরী তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলমান ব্যাপক উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময়ে সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেক, সহ-সভাপতি রোটারিয়ান অধ্যক্ষ দেলওয়ারা বেগম, মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, এইচ এম তৌহিদ, সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সমিতির নেতা রোটারিয়ান আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির খান, এইচ এম মুনতাকিম সেজান, তানজিদ হাসান খান রাদী প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।