বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় ভ্যান চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় গুম ও হত্যা মামলা

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী থেকে নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোর ভ্যান চালকের মৃতদেহ উদ্বারের ঘটনায় দিঘলিয়া থানায় আজ একটি গুম ও হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা নং ৫, তাং ০৪/০৯/২০২১। নিহতের পিতা মিঠু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন।

এদিকে আজ দুপুরে নিহতের ময়না তদন্ত শেষে নামাজে জানাযার পর সেনহাটীতে দাফন সম্পন্ন হয়।

৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৭ টার দিকে নিহত ইমরান সেনহাটী তাঁর বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। পরে বিকালে দিঘলিয়া গ্রামের সরদারঘাট খলিলের ইট ভাটার কাছে ভৈরব নদীর তীর থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্বার করে। মৃতদেহের গলায় ফাঁসের চিহ্ন ছিল।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, কোন সংঘবদ্ধ চক্র তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সংগে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী খুলনা গেজেটকে বলেন, ‘ঘটনার সংগে জড়িতদের গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন