মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গিলাতলা সূর্যোদয় যুব সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল খেলায় অবিবাহিতরা জয়ী

ফুলবাড়িগেট প্রতিনিধি

গিলাতলা দক্ষিনপাড়া সূর্যোদয় যুবসংঘ আয়োজিত প্রীতি ফুটবল খেলা শুক্রবার বিকাল ৪ টায় কেডিএ আবাসিক আনন্দ নিকেতন মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত ও অবিবাহিত দল অংশ নেয়।

খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা। প্রথমার্ধের ৩০ মিনিটে অবিবাহিত দলের লিটু গোল করে দলকে এগিয়ে নেয়। ৩৫ মিনেটে আত্নঘাতী গোল পেয়ে ২- ০ গোলে এগিয়ে যায় অবিবাহিত দল। ২ য় অর্ধের ৩৪ মিনিটে বিবাহিত দলের আজগার গাজী দলের পক্ষে ১ম গোল করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যাবধানে অবিবাহিত দল জয়লাভ করে। অবিবাহিত দলের লিটু সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন মোঃ নাসির উদ্দিন।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন