সমগ্র বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে নেয়ার দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজনে সরকারি বঙ্গবন্ধু কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মো: ওমর ফারুক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশের ৪শ’ টি সরকারি কলেজ ও ৩টি সরকারি মাদ্রাসায় পাঁচ হাজারেরও বেশী কর্মচারীরা কর্মরত রয়েছে। কেউ ২৫ বছর আবার কেউ ১৫ বছর ধরে চাকুরি করছে। কিন্তু তাদের মাসিক বেতন মাত্র ৩ হাজার থেকে ৭ হাজার টাকা। এত অল্প টাকায় জীবন ধারণসহ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ২০১৩ সালে জনবল নিয়োগে এসব কর্মচারীদের কোন অগ্রাধিকার দেয়া হয়নি। ২০২০ সালে আবারো জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও সুপ্রীম কোর্টের নির্দেশনা মানা হয়নি। করোনা কালীন সময় মাসিক বেতন ভাতা কমে যাওয়ায় এখন মাত্র ১৫শ’ থেকে ৩ হাজার টাকা পাচ্ছে। আগ্রাধিকারের ভিত্তিতে এসব বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দুলাল সরকারের সভাপিতিত্বে সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মজিবর রহমান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বেল্লাল হোসেন, মহিলা সম্পাদিকা অঞ্জনা রায় তাদের দাবির যৌতিকতা তুলে ধরেন। এ সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন কলেজের বেসরকারি কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম