বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই ফিরলেন নাঈম-লিটন

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওভারে অনুমিতভাবেই এসেছেন স্পিনার। বাঁহাতি অর্থোডক্স এজাজ প্যাটেলের প্রথম ওভারে ১ রানের বেশী তুলতে পারেনি বাংলাদেশ। পঞ্চম বলে গিয়ে একটা সিঙ্গেল নিয়েছেন মোহাম্মদ নাঈম, শেষ বলটা লিটন দাস দিয়েছেন ডট।

পরের ওভারে কোল ম্যাককনকির ঝুলিয়ে দেওয়া বলে আগবাড়িয়ে খেলতে গিয়ে কাভারে হেনরি নিকোলসের হাতে ধরা পড়লেন নাঈম। দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেক থ্রু-র দেখা পেয়ে গেল নিউজিল্যান্ড। অভিষেকে প্রথম বলেই উইকেট ম্যাককনকির। ব্যাটিংয়ে শূন্যতে ফিরেছিলেন, বোলিংয়ে প্রথম বলে উইকেট- অভিষেকটা ম্যাককনকির হল মনে রাখার মতোই!

দলীয় ৭ রানে এজাজ প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বলে বেশ খানিকটা আগবাড়িয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেছিলেন লিটন দাস। তবে চলে গিয়েছিলেন ক্রিজের বাইরে। স্টাম্প ভাঙতে ভুল হয়নি টম ল্যাথামের। স্টাম্পড হওয়ার আগে লিটন করেছেন ১ রান, ৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন