কাবুলে দ্বিতীয় হামলার পরই পাল্টা আঘাত হানল আমেরিকা। তালিবান মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, আইএস-কে’র মানববোমাকে গুলি করে মেরেছে আমেরিকা।
সূত্রের খবর, আত্মঘাতী জঙ্গি কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছিল। তাকে চিহ্নিত করে বিমানবন্দরের কাছেই গুলি করে মারে আমেরিকা।
অন্যদিকে, রয়টার্সকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, আমেরিকার সেনা বাহিনী আইএস-কে’র সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমেরিকার দুই সেনা আধিকারিক এই খবর জানিয়েছেন বলে রয়টার্স সূত্রে দাবি।
এর আগে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঐ বিস্ফোরণে এক শিশু-সহ দু’জনের মৃত্যু এবং তিন জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত সরকারের এক নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সেখানে একটি রকেট হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার এফএফপির সাংবাদিকরা ওই বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
কাবুল বিমানবন্দরে ফের বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুশিয়ারির পর সেখানে এই হামলার ঘটনা ঘটে।
বাইডেন জানিয়েছিলেন, রোববারই এ হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন।
সুনির্দিষ্ট হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
খুলনা গেজেট/কেএম