ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে ভিসির সাথে অফিস প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনার প্রকোপ কমে আসলেও সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অফিসসমূহ পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু: আতাউর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হেসেন।
এছাড়াও সভায় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, প্রধান মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ এস এম নজরুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ছিদ্দিক উল্যা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম শোয়াইব আহমাদ ও প্রিন্টিং প্রেস অফিসের উপ-রেজিস্ট্রার মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএম