বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রনব কুমার সরকার ও অফিসার ইন চার্জ শেখ কনি মিয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমান উল্লাহ আল বারী ও এসআই মোঃ সাইদুর রহমান, আশিকুর রহমান ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় কালিয়া উপজেলার বেন্দারচরগ্রামের হানিফ মোল্যর স্বীকারোক্তি মোতাবেক শ্বশুর বাড়ি কুলশুর গ্রাম থেকে স্ত্রী সোহানা বেগমকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝেতে লুকিয়ে রাখা একটি চায়না পিস্তল ও দেশি তৈরি দু’টি শুটারগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় কালিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন