সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর শহরের গিয়াস উদ্দিন সড়কের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জেসমিন আক্তার (১৯) নামে এক গৃহবধূ। শুক্রবার আনুমানিক ভোর ৪ টায় ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

মোংলা উপজেলার মাকোরডোন এলাকার কবির শেখের মেয়ে ও গিয়াস উদ্দিন সড়কের হোসেন খা এর পুত্র মোঃ কামরুল ইসলাম এর স্ত্রী তিনি। তাদের এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

মোংলা থানার (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে লাশ ময়লাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন