Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

আইম্মা পরিষদ মহানগর শাখার ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ এর পরিচালনায় মারকাযুল উলুম মাদ্রাসায় সোমবার সকাল ৮ টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ‌’করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমানে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, পরিস্থিতি ও পরিবেশ আগের থেকে অনেক অংশে ভালো, রুগীর সংখ্যা কম পরিমাণে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে আমরা আইম্মা পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে খুলে দিতে সরকারের কাছে জোর দাবি জানাই, বিশেষ করে কওমি মাদ্রাসা সমূহ খুলে দেওয়ার দাবি করছি, কওমি মাদ্রাসা গুলি খুলে দিলে আমরা সর্বোচ্চ সর্তকতা ও সাস্থবিধি অনুসরণ করে প্রতিষ্ঠান গুলিকে পরিচালিত করবো।’

সভায় সোনাডাঙ্গা থানা সভাপতি মুফতী জাকির হুসাইন এর আম্মার সুস্থতা ও সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মুফতী ইমরান হুসাইন এর চাচার রুহের মাগফিরাত কামনায় দু’আ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুফতী রশিদ আহমাদ, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইমরান বিন হুসাইন, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আনোয়ারুল ইসলাম, মুফতী আবু সালেহ, মুফতী আজিজুল হক, মুফতী জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মুফতী আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হাসান, মাওলানা আসাদুজ্জামান, হাফেজ সালাহ উদ্দিন, কারী দ্বীন ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন