ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হয়েছে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন রোহিত শর্মা। ১০টি উইকেটই শিকার করেছেন ইংলিশ পেসাররা।
লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাটিং করতে নামে ভারত। সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন জেমস অ্যান্ডারসন। লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি- তিন ব্যাটসম্যানই অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ২১ রানেই তিনটি উইকেট হারায় ভারত। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। রাহুল ০, পূজারা ১ ও কোহলি ৭ রানে ফেরেন।
ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করা আজিঙ্কা রাহানেকে শিকার করে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটান ওলি রবিনসন। রাহানেও বাটলারের তালুবন্দী হন। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়ার সময় রিশাভ পান্টও সিনিয়রদের অনুসরণ করে বাটলারের হাতে ক্যাচ দেন।
ইংল্যান্ডের পথের কাঁটা হয়ে থাকা রোহিতকে রবিনসনের ক্যাচ বানান ক্রেইগ ওভারটন। রোহিত ১০৫ বলে মাত্র ১৯ রান করেন। তার ব্যাট থেকে আসে একটি বাউন্ডারি। দলীয় ৬৭ রানে রোহিত আউট হওয়ার পরে ভারত অলআউট হয় ৭৮ রানে।
রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহকে টানা দুই বলে আউট করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন স্যাম কারান। তবে হ্যাটট্রিক পাননি। কারান ও রবিনসন ২টি করে এবং অ্যান্ডারসন ও ওভারটন ৩টি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৭৮/১০ (৪০.৪ ওভার- প্রথম ইনিংস)
রোহিত ১৯, রাহানে ১৮;
অ্যান্ডারসন ৩/৬, ওভারটন ৩/১৪, রবিনসন ২/১৬, কারান ২/২৭।
খুলনা গেজেট/ টি আই