করোনা পরিস্থিতিতে অনলাইনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে গত ১৭ আগস্ট ভিসি ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিনদের সর্বসম্মতিক্রমে অনলাইনেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে বিভাগগুলোতে চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছিলো। নীতিমালা অনুযায়ী সর্বপ্রথম অনলাইনে পরীক্ষা শুরু করলো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
জানা গেছে, বুধবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনলাইন প্লাটফর্ম জুমে এক ঘন্টা ব্যাপ্তী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রেরণ এবং উত্তরপত্র গ্রহণের কাজটি গুগল ক্লাসরুমের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিকেলে শিক্ষার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
পরীক্ষা কমিটির সদস্য ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপী জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুত করেই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, নীতিমালা প্রণয়নের এক সপ্তাহের মধ্যেই আমরা অনলাইন পরীক্ষা শুরু করতে পেরেছি-বিষয়টি খুব ভালো। অনুষদীয় ডীন ও সকল বিভাগকে দ্রুত স্থগিত পরীক্ষাগুলো নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় দ্রুত অনলাইন পরীক্ষা শুরু করায় বায়োটেকনোলজি বিভাগকে ধন্যবাদ জানান ভিসি।
খুলনা গেজেট/কেএম