বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

হরিণাকুন্ডুতে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ও হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামের দোলোখালির মাঠের রাস্তার ব্রিজের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। যুবকের পরনে শার্ট ও প্যান্ট ছিল। পুলিশের ধারণা ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয়রা ওই মাঠে কৃষিকাজের জন্য গেলে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার ও মোবাইলের সীম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন