‘হামাস রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে’

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন শক্তি সম্পর্কে ইহুদিবাদী মারাত্মক ধরনের ভুল হিসাব-নিকাশ করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র ফাউজি বারহুম। তিনি বলেন, হামাস রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে।

ইসরায়েল সম্প্রতি গাজা উপত্যকায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ফাউজি আরও বলেন, দখলদাররা পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না। তারা ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর বার্তাকে বিবেচনায় নিচ্ছে না। তারা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে; সাংবাদিক, শিশু এবং অন্যান্য লোকজনকে হতাহত করছে।

তিনি বলেন, গাজার জনগণের শক্ত প্রতিরোধের মুখে প্রচণ্ড ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইসরায়েল বাড়াবাড়ি করলে আবারো তাদেরকে কঠোর জবাব দেয়া হবে এবং আল আকসা মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থাপনাগুলোকে সুরক্ষা দেবে হামাস।

গতরাতে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ বিমান গাজার মধ্যাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে যাতে অন্তত ১৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের জঙ্গিবিমান গাজার চারটি অস্ত্র গুদাম ও অস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে।

সীমান্তে গাজার এক নাগরিকের গুলিতে একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইহুদিবাদী বাহিনী। এছাড়া, গাজা সীমান্তে সেনাসংখ্যা বাড়িয়েছে এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সূত্র : পার্সটুডে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন