জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সড়কের পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তিমালিকানাধীন এবং স্কুলের পুকুরের পাড় না বাধায় রাস্তা ভেঙে যাচ্ছে। যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে পুরো রাস্তা।
সরেজমিনে দেখা গেছে, সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এককিলোমিটার রাস্তার বেহাল দশা হালকা বৃষ্ঠিতে রাস্তার উপর হাটু পানি জমে থাকায় জনদুভোগ চরমে একই স্থানে প্রায় আধা কিলোমিটার জুড়ে কয়েকটি পুকুর ও জলাশয় রয়েছে। ওই জলাশয়গুলোতে মৎস্যচাষিরা মাছ চাষ করছেন। এ পুকুরগুলোর পাড়ে বাঁধা না থাকায় ভেঙে যাচ্ছে পাশের রাস্তাটি। স্থানীয় ভাবে বাঁশ ও বালুর বস্তা দিয়ে প্রাথমিকভাবে সংস্কার করা হলেও লাভ হচ্ছে না।রাস্তার মাটি ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। এতে চলাচলের অনুপযোগিতা হয়ে পড়েছে রাস্তাটি।
ভুক্তভোগী জিনারুল ইসলাম বলেন, নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাভূমিটি দীর্ঘদিন আগের। জলাভূমিটির পাড় ছিল অনেক বড়। ধীরে ধীরে সেটা ভেঙে গেছে।এখন মেইন রাস্তা ভাংতে শুরু করেছে যদি দ্রত সংষ্কার না করা হয় তা হলে যে কোন সময় রাস্তাটি ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাবে।
গোয়াল পাড়ার মিজানুর রহমান বলেন, আমাদের এলাকার বেশ কিছু রাস্তা আছে যে গুলোতে পানি হলেই চলাচলা করা দায় হয়ে পড়ে।এর পর আবার রাস্তার পাশে মালিকানাধীন পুকুর তৈরি করা হয়েছে ।যার কোন টাই গাইড ওয়াল দেওয়া নেই, যার কারনে রাস্তার অনেকটা পুকুরের মধ্যে ভেঙে গেছে। স্থানীয় মেম্বার ,চেয়ারম্যান এবং নেতাদের একাধীকবার বলা সত্বেও কোন ফল হয়নি ।পুকুরের পাড় যদি দ্রত না বাধা হয় তা হলে তিন গ্রামের মানুষের যাতায়াতে চরম বিপাকে পড়তে হবে।
৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া,নতুনপাড়া,সদরপাড়াসহ ইউনিয়নের যে সমস্থ রাস্তার সমস্যা আছে সেগুলো আমরা তালিকা তৈরি করেছি সংষ্কারের জন্য, তা ছাড়া নতুনপাড়া এলাকায় কয়েকটি পুকুরের পাড় না বাধায় রাস্তা ভেঙ্গে নষ্ঠ হচ্ছে । এ বিষয়টি আমি দেখেছি আশা করি খুব শিঘ্রই এর সমাধান করা হবে।