বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বিশৃঙ্খলার পর আবার খুলেছে কাবুল বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

চরম বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবার কাবুল বিমানবন্দর চালু হয়েছে।

সোমবার একাধিক ছবিতে দেখা যায় যে, হাজার হাজার আফগান শহর থেকে পালাতে বিমানে ওঠার জন্য মরিয়া হয়ে রানওয়েতে দৌড়চ্ছেন। সেখানে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। যদিও এটা পরিষ্কার নয় যে, তারা গুলিতে নাকি পদদলিত হয়ে মারা গেছেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আজকের পরিস্থিতি অনেক শান্ত।

“গতকাল যারা এখানে ছিলেন, তাদের অনেকে বাড়ি ফিরে গেছেন।’’ পশ্চিমা একজন নিরাপত্তা রক্ষী বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

তবে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, মাঝে মাঝে বিমানবন্দরের দিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন