কৃত্রিম পায়ে শত কিলোমিটার দৌঁড়ে নারীর বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

১৯৯৪ সালে দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিলেন অ্যামি পালমিরো উইন্টারস। কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই করে নিয়েছন এই মার্কিন নারী।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেডমিলে কৃত্রিম পা নিয়ে ১০০ কিলোমিটার দৌঁড়াতে অ্যামির সময় লেগেছে ২১ ঘণ্টা ৪৩ মিনিট ২৯ সেকেন্ড।

১৯৯৪ সালে অ্যামির মোটরসাইকেলে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তার একটি পা হাঁটুর একটু উপর থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। এই দুর্ঘটনার কয়েকদিন আগেই অ্যামি বোস্টন ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় জিতেছিলেন।

চিকিৎসকরা যখন অ্যামির জীবন বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভাবছিলেন কীভাবে নিজের অন্যতম শখ পূরণ করতে পারবেন।
এক পুত্র সন্তানের মা অ্যামি জানান,দৌঁড়াতে তার ভালো লাগে। দৌঁড় তাকে জীবনের সমস্যা মোকাবেলায় সাহায্য করে।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২৫টি অস্ত্রোপচার, থেরাপি, পুনর্বাসনের পরও মানসিক জোরের কারণে অ্যামি শুধু ম্যারাথনের অংশ নেননি, বিশ্ব রেকর্ডও করেছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন