সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে কিরগিজস্তান যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ তিনটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন ও কিরগিজস্তান। বাফুফের ভার্চুয়াল সভা শেষে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
দীর্ঘদিন পর ব্যস্ত সূচি বাংলাদেশের। বছরের বাকি সময়টায় সবচেয়ে বড় ইভেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে ফিফা উইন্ডোতে কিরগিজস্তান ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ কিরগিজস্তান, ফিলিস্তিন ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর হবে ম্যাচ। প্রিমিয়ার লিগ শেষে ২৮ আগস্ট থেকে শুরু হতে পারে ক্যাম্প। জেমি ডে’র দলের দেশ ছাড়ার সম্ভাব্য তারিখ ১ সেপ্টেম্বর।
ভার্চুয়াল সভায় এসব বিষয়ে কথা বলেন কমিটির সদস্যরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান সূচি অনুযায়ী ২৭ আগস্ট পর্যন্ত খেলা রয়েছে। ২৮ আগস্ট থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।
বসুন্ধরা কিংস মালদ্বীপে এএফসি কাপে খেলে ২৬ আগস্ট দেশে ফেরার কথা। বাংলাদেশ দল কিরগিজস্তান থেকে ফিরে আসার পর হবে কিংসদের বাকি তিনটি লিগ ম্যাচ হবে। কিরগিজস্তান সফর ম্যাচ শেষ শুরু হবে সাফের প্রস্তুতি। হবে ১০ দিনের ক্যাম্প। সাফ খেলতে ২৮ সেপ্টেম্বর মালদ্বীপ যাবে জাতীয় দল। সব পরিকল্পনা বাস্তবায়ন করতে ঢাকায় এখন হেড কোচ জেমি ডে।
এদিকে শুধু জাতীয় দল নয়। অনূর্ধ্ব -২৩ দল নিয়েও আলোচনা হয়েছে মিটিংয়ে। অক্টোবরের শেষ সপ্তাহে কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে ছেলেরা। তার আগে ঘরের মাটিতে নেপাল ও মঙ্গোলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে।
এর আগে ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল বাংলাদেশে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় মালদ্বীপ। এই টুর্নামেন্ট প্রথমে পাকিস্তানে ও পরে বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু গেল ৯ আগস্ট সাফের কার্যনির্বাহী কমিটির সভায় জানানো হয়েছে অক্টোবরের ওই টুর্নামেন্ট আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
টুর্নামেন্ট শুরু হবে ১ অক্টোবর। শেষ হবে ১৩ অক্টোবর। বাংলাদেশ এখন পর্যন্ত সাফের ১১টি আসরে খেলেছে। ২০০৩ সালে শিরোপার স্বাদ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
খুলনা গেজেট/এনএম