সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে পুটিখালীতে প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে মারপিট নির্যাতন করেছে দুর্বৃত্তরা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ভূক্তভোগী পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে মৃত. সামছুর রহমান তালুকদারের ছেলে দিনমজুর শারীরিক প্রতিবন্ধী নূর ইসলাম তালুকদার (৪৯), তার স্ত্রী বাক প্রতিবন্ধী রহিমা বেগম (৩৪) কে তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দুপুরে একই গ্রামের প্রতিপক্ষ দেলোয়ার মল্লিকের ছেলে মিজান মল্লিকের নেতৃত্বে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল ওই প্রতিবন্ধীর বাড়িতে ঢুকে তার স্ত্রী বাক প্রতিবন্ধী রহিমাকে শরীরের বিভিন্নস্থানে মারপিট করে নির্যাতন করে।

এ সময় তার স্বামী উদ্ধার করতে আসলে তাকে বেঁধে রেখে মারপিট করে আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত দুই জনকে উদ্ধার করে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন বাক প্রতিবন্ধী রহিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, অসহায়দের কথা কেউ শুনে না। আমার ওপর যারা নির্যাতন চালিয়েছে তারা এলাকার প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায় না। অভিযোগ করেও আতংকে থাকতে হচ্ছে।

এ ব্যাপারে নির্যাতিতা রহিমা বেগমের বোন জেসমিন বাদি হয়ে মিজান মল্লিকসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন