বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

করোনায় সন্তানের মৃত্যুর খবরে মারা গেলেন মা

গেজেট ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান মেয়ে আকলিমা খাতুন (৬০)। এ খবর পেয়ে উপসর্গ ও অনান্য শারীরিক জটিলতা নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন মা আলিয়া বেগমও (৮০) মারা যান।

মঙ্গলবার সকালে মেয়ে আকলিমা বেগম মারা যান। দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন মা আলিমা বেগমের মৃত্যু হয়। তারা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১১ আগষ্ট) সকালে রাজবাড়ীর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নুজহাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মা আলিমা বেগম গত ৩ আগস্ট করোনার উপসর্গ ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসলে তাকে র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়। তিনি কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়।

এরপর তিনি নিজ বাড়ি ফিরে যান, আবার গত-৯ই আগস্ট তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন থাকলে ১০ আগস্ট মারা যান। অন্যদিকে একই দিন মেয়ে আকলিমা বেগম মারা যান ফরিদপুরে।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত মেয়ে আকলিমা বেগম মারা গেলেও বিষয়টি শুনেছি। তার মৃত্যুর রেকর্ড আমাদের এখানে নেই । যেহেতু তিনি ফরিদপুরে মারা গেছেন আজকে হয়তো পরিবারের কাছ থেকে বিষয়টির বিস্তারিত জানতে পারব বলে জানান ওই কর্মকর্তা।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন