বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২১ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এ ছাড়া করোনা পরবর্তীতে জটিলতায় দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিচালক জানান, মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন, নওগাঁর চারজন ও পাবনার চারজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩৮০ জন রোগী ভর্তি রয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন