সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলা উপজেলা আ’লীগ নেতা মুক্ত তরফদার আর নেই

মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুত্তালিব তরফদার মুক্ত আর নেই। সোমবার (০৯ আগস্ট) রাত ১০ টা ২৫ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র সন্তান ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, জুলাই মাসের প্রথম সপ্তাহে তার করোনা পজিটিভ আসলে উন্নত চিকিৎসার জন্য তিনি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা আক্রান্ত হওয়ার পর তার ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়। এরপর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট দেখা দিলে তিনি আবারও খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু্বরণ করেন।

তার মৃত্যুতে মংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুম মুত্তালিব তরফদার মুক্তকে তার গ্রামের বাড়ি রামপালের ভোজপাতিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে সমাহিত করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন