খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দম্পতিকে অচেতন করে টাক-স্বর্ণালংকার লুট

রামপাল প্রতিনিধি

শনিবার ভোররাতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে বাগেরহাটের রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলির বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভাইস চেয়ারম্যান মিলি (৫০) ও তার স্বামী শেখ আলতাপ মাহামুদ (৬০) কে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি জানান, সারাদিনের কাজ কর্ম শেষে শনিবার রাত ৮টার দিকে তিনি বাড়ীতে যান। এরপর তিনি বাড়ীতে বসে রবিবারের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবাষির্কী উদযাপনের জন্য দলীয় নেতা-কর্মীদের ফোনে দাওয়াত দেন। এসব নিয়ে তিনি রাত ২টা পর্যন্ত জেগেছিলেন। এরপর তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময়ে দুর্বত্তরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। এতে তারা অচেতন হয়ে পড়লে দুর্বত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা দা দিয়ে আলমারী ভেঙ্গে তাতে থাকা প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন ধরণের স্বর্ণের গহনা ও নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে যান। এছাড়া আরো অন্যান্য মালামালও নিয়ে গেছে দুর্বত্তরা। রবিবার ভোরে আশপাশের প্রতিবেশীরা তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের জ্ঞান ফিরলেও এখনও অচেতন রয়েছেন তার স্বামী মো: শেখ আলতাফ
মাহমুদ (৬০)। তাকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে খবর পেয়ে থানা পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলির ওই বাড়ীতে ছুটে যান। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামসুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!