খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

পথে নেমে স্বাধীনতা পালন মিমির, সঙ্গে এঁরা

আন্তর্জাতিক ডেস্ক

অতিমারির সময়ে সমাজের লড়াইয়ের বিভিন্ন মুখ নিয়ে ভারতের অভিনেতা সাংসদ মিমি চক্রবর্তী স্বাধীনতা দিবস পালন করলেন সোশ্যাল মিডিয়ায়।
এক ভিন্ন ধারার ভিডিও‘র মাধ্যমের সরাসরি প্রশ্ন তুলেছেন মিমি, “আমরা সত্যিই স্বাধীন তো? তাই যদি হয় তা হলে কোভিড যোদ্ধা বাড়ি ফিরলে তার দিকে আড়চোখে তাকায় কেন পাড়ার লোক?” মিমি ভিডিওতে দেখিয়েছেন, এক পুলিশ সার্জেন্ট যখন বাড়ি ফিরতে চাইছেন তখন তাঁর আশপাশের মানুষ বলছেন, “আপনি রেডজোনের মানুষ, বাড়ি ফিরছেন কেন?” বাস্তব তুলে ধরছেন মিমি। তিনি পৌঁছে গিয়েছেন সুচরিতা দে’র কাছে যিনি ট্রান্স মহিলা এবং এক সমাজকর্মী। সুচরিতা এই স্বাধীনতা দিবসেও সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, “আমাদের সম্প্রদায়কে তো মানুষ স্বাভাবিক ভাবে গ্রহণই করতে পারল না।”

স্বাধীনতা দিবসে সামাজিক স্তরে মুক্তির কথা বলতে চাইছেন মিমি। কসবার সোনালিকে তিনি এনেছেন সকলের মাঝে, সোনালি যেমন মুক্তির পথ আজও পায়নি। তাঁকে নিয়ত শুনতে হয়, “মেয়েরা কি রিকশা চালায়? যা গিয়ে রান্না কর।” অন্যদিকে, এই লকডাউনে এক চিকিৎসক এবং পশুপ্রেমী মানুষের পরিস্থিতিকেও তুলে ধরেছেন মিমি, বোঝাতে চেয়েছেন, তাঁদের কতখানি লড়াই করতে হচ্ছে।
স্বাধীনতা দিবস পালনে চিন্তার স্বাধীনতা, মানুষকে বোঝার স্বাধীনতার উপর যেন জোর দিয়েছেন মিমি, খুঁজেছেন মুক্তির আলো।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!