মোস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য এক বোলিং স্পেল। ৪-০-৯-০। যেকোনো পেসারের জন্য টি-টোয়েন্টিতে এ বোলিং অরাধ্য। বোলিং স্পেলের বিন্যাশ করলে পাওয়া যাবে কিপটে এ বোলিং স্পেলে ছিল ১৫ ডট বল। অর্থাৎ ২৪ বলের ১৫টিই ডট।
সঙ্গে যোগ করা উচিত, যখন অস্ট্রেলিয়ার ১২ বলে ২৩ রান লাগতো তখন তিনি ব্যয় করেন করেন মাত্র ১ রান। অর্থাৎ শেষ ওভারে ব্যবধান নেমে আসে ২২ রানে। সেই হিসাব অস্ট্রেলিয়া মেলাতে পারেননি। ১০ রানে ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তারা। মোস্তাফিজ উইকেট পাননি। তবে মিতব্যয়ী বোলিংয়ে প্রবল চাপে রেখেছিলেন অজিদের। তাইতো ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ প্রশংসায় ভাসালেন বাঁহাতি স্পিনারকে, ‘মোস্তাফিজ অসাধারণ। চ্যাম্পিয়ন বোলার। এটা নিয়ে সন্দেহ নেই। মোস্তাফিজের আজকের যে স্পেল ছিল, ৫ উইকেট পেলে যেরকম একটা স্পেল হয় তার চেয়ে কম আমি বলবো না। সেরকম ভ্যালুয়েলবল স্পেল ছিল। বিশেষ করে শেষ ওভারে এসে ১ রান দেওয়া। ৫ বল ডট করা। অনেক বড় কথা। সব সময় বিশ্বাস করি সে চ্যাম্পিয়ন ও ওয়ার্ল্ড ক্লাস বোলার। সামনে আরও ম্যাচ জেতাবে ও সার্ভিস দেবে।’
ভয়ংকর সব স্লোয়ার ও ধারালো সব কাটারে মোস্তাফিজ শেষ কয়েক ম্যাচ ধরেই আছেন চেনা ছন্দে। প্রথম দুই টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন। রান দিয়েছেন মাত্র ২৩ ও ১৬। দুই ম্যাচে ডট বল দিয়েছেন যথাক্রমে ১১ ও ১২টি। এর আগে হারারেতে এক টি-টোয়েন্টি ও এক ওয়ানডেতে মোস্তোফিজের বোলিং ছিল ৩১ রানে ৩ ও ৫৭ রানে ৩ উইকেট। তৃতীয় ম্যাচে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন আগের সব পারফরম্যান্স। তাইতো তিনি পেয়েছেন মোস্ট ভেলুয়েবল প্লেয়ারের পুরস্কার।
খুলনা গেজেট/কেএম