আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করেছে তালেবান মিলিশিয়ারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর এটিই তালেবানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখলের ঘটনা। নিমরোজ প্রদেশের পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সরকার যথেষ্ট সেনা মোতায়েন না করার কারণেই জারাঞ্জের পতন হয়েছে। বর্তমানে শহরটি দখল করে আছে উগ্র ইসলামপন্থী মিলিশিয়ারা।
যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়তে শুরু করার পরই নতুন করে এলাকা দখলে নেমেছে সংগঠনটি। এরইমধ্যে দখল করেছে কয়েক ডজন জেলা ও সীমান্ত ক্রোসিং। পাশাপাশি একাধিক প্রাদেশিক রাজধানী দখলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। তবে শুক্রবারই প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানী দখলে সফল হলো তারা। এছাড়া হেরাত ও কান্দাহারেও তুমুল যুদ্ধ চলছে।
খুলনা গেজেট/কেএম