খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পৃথক পৃথকভাবে পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, যুব ঋণের চেক, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদে কোরআন খতম, দোয়া এবং মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ওসি মোঃ এজাজ শফী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু ও বজলুর রহমান।

অপরদিকে সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আ’লীগ নেতা বিজন বিহারী সরকার, দীপক মন্ডল, জি এম ইকরামুল ইসলাম, পঞ্চানন সানা, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম,

উপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, আ’লীগ নেতা এস এম রেজাউল হক, কৃষ্ণপদ মন্ডল, শাহাজান কবির, মহিলা আ’লীগ নেত্রী মাছুমা বেগম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি এস এম শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, তাঁতীলীগের উপজেলা সভাপতি দেবব্রত রায় দেবু, সাবেক ছাত্রনেতা এড. শেখ আবুল কালাম আজাদ, শিমুল বিল্লাল বাপ্পী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি

বাছাড়, পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, সাব্বির হোসেন, ফাইমিন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সাধারন সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, আকরামুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি, আজমল হোসেন বাবু, পবিত্র মন্ডল, প্রনব মন্ডল, পরেশ মন্ডল, মিজানুর রহমান। আলোচনা সভা পুর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১ মিনিট নীরবতা পালন, পবিত্র কোরান থেকে তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কারী মোঃ শাহাদাৎ হোসেন।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!