বাগেরহাটে নানা কর্মসূচির দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপূত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের (৭২ তম) জন্মদিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন গাছের বিতরণ করা হয়। পরে ৩২০ জন অসহায় মানুষের মাঝে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
এসব কর্মসূচিতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, মোঃ শাহিনুজ্জামান, সোনালী ব্যাংকের এজিএম সেখ আল মামুন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলীসহ সোনালী ব্যাংক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সাথে তাকেও হত্যা করে ঘাতকরা।
খুলনা গেজেট/ টি আই