নগরীর ৪নং ঘাট এলাকার বাসিন্দা মোঃ হারুন হাওলাদার ওরফে টুন্ডু হারুন। একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন প্রায় ২৬ বছর। তার আবেদনের প্রেক্ষিতে অবশিষ্ট কারাদন্ড মওকুফ এবং জরিমানার অর্থ পরিশোধ করার শর্তে শনিবার ১৫ আগস্ট তার মুক্তি মিলেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের জেলার মো: তারিকুল ইসলাম।
তিনি জানান, কারাবিধি প্রথম খন্ডের ৫৬৯ ধারা অনুযায়ী এবং ফৌজদারী কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সদাশয় সরকার কর্তৃক কয়েদি নং- ৪৫১৭/এ মোঃ হারুন হাওলাদার ওরফে টুন্ডু হারুন এর অবশিষ্ট কারাদন্ড মওকুফ করায় এবং জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে আজ দুপুরে তাকে কারাগার হতে মুক্তি প্রদান করা হয়েছে।
খুলনা গেজেট / নাফি