বাগেরহাটের চিতলমারীতে মানুষের মাঝে দিনদিন করোনার টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে। তাই প্রতিদিনই টিকা নেয়ার লাইন দীর্ঘ হচ্ছে। টিকা কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড়। শত শত মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাড়িয়ে আছেন। নারী ও বয়স্করা পড়েছেন কঠিন বিড়ম্বনায়। ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন কর্তৃপক্ষ। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এমন চিত্র দেখা গেছে।
টিকা নিতে আসা ব্যক্তিরা জানান, সকাল থেকে রেজিস্টেশনের কাগজ জমা দিয়ে প্রচন্ড রোদের ভিতর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও ভিড়ের কারণে টিকা নেয়া সম্ভব হচ্ছে না।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান বলেন, টিকা গ্রহণকারী মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিদিন আমাদের ৪০০ থেকে ৫০০ ডোজ টিকা দেয়ার সক্ষমতা আছে। আগামী ৭ আগস্ট থেকে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ভুতে টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, এ পর্যন্ত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে ৮ হাজার ৬২২ জন মানুষ ১ম ও ২য় ডোজ টিকা গ্রহণ করেছেন। পরবর্তিতে ৩ হাজার ৭৫২ জন মানুষ ১ম ডোজ নিয়েছেন।
খুলনা গেজেট/এনএম