খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েট উপাচার্য এবং উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করেছে সরকার, ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

কিংবদন্তী কন্ঠশিল্পী মহম্মদ রফিকে শ্রদ্ধা

কলকাতা প্রতিনিধি

উপমহাদেশর কিংবদন্তী কন্ঠশিল্পী মহম্মদ রফিকে তাঁর ৪২তম প্রয়াণ দিবসে সারা দেশের সঙ্গে কলকাতা সহ পশ্চিমবঙ্গে শ্রদ্ধা জানানো হল। শনিবার রফি ফ্যান ক্লাব এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে।

কলকাতার তিলজলা, তপসিয়া, কুস্টিয়া রোড, পার্কসার্কাস, খিদিরপুর, রাজাবাজার, নিউমার্কেট, মেটিয়াবুরুজ, মগরাহাট, বজবজ প্রভৃতি এলাকায় রফি সাহেবের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কলকাতার বাইরেও মুর্শিদাবাদ, বীরভূম , বর্ধমান, আসানসোল, ইসলামপুর প্রভৃতি স্থানে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

করোনাকালে আড়ম্বরতা দেখানো না হলেও এদিন করোনা বিধি মেনেই রফি সাহেবকে শ্রদ্ধা জানানো হয়। তবে এদিন সরকারি পর্যায়ে কোনো অনুষ্ঠান করা হয়নি। সারাদিন রফি ফ্যান ক্লাব রফি সাহেবের গান বাজিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!