Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং দৃড়তায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন বেশ ভালোভাবেই পার করেছে সফরকারী পাকিস্তান। দিন শেষ প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ২২৩ রান।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে খেলা শুরু হতে দেরি হয়। ৫ উইকেটে ১২৬ রান নিয়ে দিনে খেলা শুরু করে পাকিস্তান। ২৫ রান নিয়ে দিন শুরু করা বাবর আজম ৪৭ রান করে আ উট হন দলীয় ১৫৮ রানের মাথা। এরপর ইয়সির শাহ (৫) ও শাহীন শান শাহ আফ্রিদি (০) বিদায় নিলে ১৭৬ রানে ৮ উইকেটে হারায় পকিস্তান।

নবম উইকেট জুটিতে মোহাম্মদ আব্বাসকে নিয়ে লড়াই চালিয়ে যান ৪ রান নিয়ে দিন শুরু করা মোহাম্মদ রিজওয়ান। অর্ধশক তুলে নেন রিজওয়ান। ৮ উইকেটে ২১৫ রান তোলার পর চা বিরতির ঠিক আগে আলো স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।

বিরতির পর আব্বাস ২ রান করে বিদায় নিলে ৩৯ রানের নবম উইকেট জুটি ভাঙ্গে। ৯ উইকেটে ২২৩ রান তোলার পর আলো স্বল্পতায় আবার খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু করা না গেলে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। রিজওয়ান ৬০ ও নাসিম শাহ ১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

ইংল্যান্ডের জেমন অ্যান্ডরসন ও স্টুয়ার্ট ব্রড ৩টি এবং স্যাম কারান ও ক্রিস ওকস ১টি করে উইকেট নেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন